মৃণাল কান্তি পাল
পুকুর ধারে বাঁশের বাগে
হুতুম পেঁচার বাস।
আঁধার রাতে সেথায় পেঁচা
ডাকে শুনি বারোমাস।
ভয়ের চোটে বেজায় ছুটে
ভীতু যে রামদাস।
বুঝিয়ে দিলে পেঁচার কথা
হয় গো সর্বনাশ।
পুকুর জলে চাঁদের আলো
দেখায় কত ভালো।
চাঁদের বুড়ি তারার সাথে
দ্যাখে অবাক হলো।
ধরবে বলে রহিম কাকা
মারছে শুধু জাল।
উঠছে নাকো জালের মাঝে
হচ্ছেই নাজেহাল।
ছায়ার মাঝে নিজের ছবি
ধরতে গেলে নাই।
ভাবছে বোকা ছবির মাঝে
লম্বা হলাম তাই।
কেমন করে লম্বা হলাম
উত্তর খুঁজি তাই।
আড়াল হলে আলো তখন
ছবিতো আর নাই।