ফেলে আসা দিনগুলো


নিতাই শর্মা

মিষ্টিমধুর ছিল সাবেক দিনগুলো,
ফিরে আসবে না কোনদিন,
সময় কভু থাকে না ধরায় থেমে,
আপন গতিতে চলে প্রতিদিন।

কথা থাকে হারিয়ে যায় না স্মৃতি,
রয়ে যায় মনের গভীরে,
কত সুখ শান্তি ছিল সাবেক জীবনে,
ভালো লাগে স্মৃতিগুলো ঘিরে।

ছিলো না তখন ডিজিটালের ছোঁয়া,
দেশে বিদেশে মানব জীবনে,
পরস্পর পরস্পরে ভাব বিনিময় হতো ,
উৎসব অনুষ্ঠান আর পার্বণে।

বিনোদনের মাধ্যম ছিল নিজস্ব সংস্কৃতি,
বাউল কবিগান মুর্শিদি কীর্তন,
যাত্রাপালা নাটক ঢপযাত্রা পালাকীর্তন,
গ্রাম শহরে মানুষের বিনোদন।

আজকের বিনোদন ইলেকট্রনিক যন্ত্রে,
যান্ত্রিক হয়ে গেছে মানুষজন,
আত্মকেন্দ্রিক হয়ে গেছে মনুষ্য জীবন,
যন্ত্রের ইশারায় কাটে সর্বক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here