মিঠু ঘোষ
এবার আমি নব প্রেমের হবো পিয়াসী —–
তোমার অন্তরের সুপ্ত গাঁথায় শুনবো মোহন বাঁশি,
এবার আমি তোমার কথায় মুগ্ধ হয়ে ছুটবো দূর থেকে দূরান্তে
যেখানে শরৎ শিউলি ফুটে আছে নানা প্রান্তে।
তোমায় নিয়ে গাইবো আমি আগমনীর যত গান,
যে স্বরলিপিতে থাকবে তোমার অনন্ত প্রেমের প্রাণ।
তুমি সন্ধ্যে হলেই জানবে আমায় ঘিরে,
কর্ম জীবন কেমন চলছে বলবে ঘরে ফিরে।
আমি তোমার যত্নে রইবো শুধু চেয়ে —-
দেখবো কত কথার সংলাপ দিয়েছ আমায় পাঠিয়ে,
বেশ আছো ——
বুঝতে পারি,
অন্তরের ছোঁয়ায় ঠিক দেখেছি তোমার অভিসারের বাড়ি।