মানবতার সন্ধানে

0
26


রীনা পণ্ডিত

মানবিকতা আজকাল কোথায় গেলো..?
তা-কে কতো জায়গায় খুঁজেছি …!

হাটে বাজারে দোকানে পাটে
রাস্তার মোড়ে পাড়ার তল্লাটে
মেলা মহোৎসবে বিয়ের অনুষ্ঠানে
পার্কের ভেতরে রাজ প্রতিষ্ঠানে
শীতের পিকনিকে আনন্দ হৈ-হুল্লোড়ে
হাই জাম্প লং জাম্প কিম্বা দৌড়ে..
কোথায়… কিছুতেই পেলাম না তো।

মানবিকতা আজকাল কোথায় গেলো…?
তা-কে কতো জায়গায় খুঁজেছি….!

এর ওর তার উঠোনে ঘরে দুয়ারে
বাক্স পেঁটরা কুলুঙ্গি অথবা ড্রয়ারে,
সকাল সন্ধ্যায় রোজ চায়ের টেবিলে
জিরা মৌরির কৌটোয় তেলের বোতলে,
ড্রয়িং রুমে পড়ার টেবিলে কিম্বা আড্ডায়
গল্প গুজবে হাসি মজায় আলাপ ঠাট্টায়,
কোত্থাও.. কিছুতেই.. পেলাম না তো.. !

মানবিকতা আজকাল কোথায় গেলো…?
তা-কে কতো জায়গায় খুঁজেছি….!

মিটিং মিছিল রাজনীতির দরবারে
উন্নয়ন প্রতিশ্রুতি লক্ষ্মীদের ভাণ্ডারে,
চাকরির নিয়োগে বেতনে বোনাসে
শাসনে ভাষণে বিভিন্ন নাটকীয় প্রকাশে,
দেশমাতৃকার সেবাতে সর্বোচ্চ আদালতে
পাহাড় নদী সাগর ঝর্ণার হালহকিকতে।
কোথাও… কিছুতেই.. পেলাম না তো..!

মানবিকতা আজকাল কোথায় গেলো..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here