রীনা পণ্ডিত
ভারত মায়ের বীর সন্তান তুমি ক্ষুদিরাম
নাবালক শিশু কিশোর ছেলে,
পরাধীন বুকে জ্বলছে দ্রোহেরই আগুন
প্রতিবাদ করেই গেছো জেলে।
ইংরেজ ওরা মহা অত্যাচারীর বিরুদ্ধে
পরিকল্পনা করে লড়তে গিয়ে,
লক্ষ্য ভ্রষ্ট হয়েই ভারতীয় শরীরে গুলি
করেছিলে বড়লাট ভাবনা নিয়ে।
এই অপরাধের বিচারে ফাঁসির আদেশ
জেনেও অবিচল নির্ভীক তুমি ,
“একবার বিদায় দে মা” উদার কণ্ঠে
গেয়েছো জাগিয়েছো ভারতভূমি।
বন্দেমাতরম ধ্বনি তুলে হাসতে হাসতে
পরেছো ফাঁসির কঠিন রুদ্র দড়ি,
দৈহিক অবসান হলেও হাজার ক্ষুদিরাম
জন্মালো স্বাধীনতার শপথ ধরি।
স্বাধীনতার আরেক নাম তুমি ক্ষুদিরাম
জীবন দিয়ে লেখা অমর ইতিহাস ,
মায়ের কোলে আবার ফিরে আসবে যে
এখনো চেয়ে আছে সংগ্রামী দাস।