শান্তির ভিড়ে ত্রস্ত্র

0
22


রামকৃষ্ণ পাল

চারদিকে শুধু সুন্দর ভিড়
ভিড়ের চাপে জনতা,
উন্নয়নের সৌন্দর্যের লীলা
পদের কত ক্ষমতা!

কান্না হাসতে হাসতেই মরে
রক্তের হোলি খেলায়,
ভেঙ্গে চুরে সবই খান খান
নেশায় মগ্ন মেলায়।

নিকেশের সুনিপন কারিগর
ঐ চারুশিল্পে বিকাশ,
মরেও কেউ যে ফিরে আসে
বেঁচে থাকে অবকাশ।

গন গন ঢাল তলোয়ারের
অবতীর্ণ আক্রমণে,
জনতা-ক্ষমতায় আস্ফলন
সুনামির বিস্ফোরণে।

শান্তির এ বার্তায় ত্রাহি ত্রাহি
দিকভ্রান্ত ভবিষ্যৎ,
ভয়ংকরের অশনি সংকেত
শাসনের কাহাবত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here