ডাঃ অভীক নাহা
হে মাধুরী, হে গোলাপী আভার মৌন প্রতিমা,
কোন শিল্পীর তুলি তোরে দিল এই অনিন্দ্য সীমা?
সবুজ পাতার মর্মরতা, একাকীত্বের মেলা—
তারি মাঝে তুমি ফুটিয়াছ, যেন এক অমর বেলা।
নশ্বর কালের চঞ্চল স্রোতে তুমিই অবিনশ্বর,
ক্ষুদ্রতম রূপের মাঝে তুমিই শ্রেষ্ঠ স্মর।
সূর্যের পীতল প্রদীপে তোমার প্রস্ফুটিত প্রাণ,
যেন কোনো অপ্সরী ঝরালো তার অদৃশ্য গান।
স্পর্শে তোমার নেই কোনো তিক্ততার দাগ,
শুধু এক নিবিড় শান্তি, এক মিষ্টি অনুরাগ।
বসন্তের প্রথম প্রহরে যে প্রেম আসে ধরায়,
তারই এক ভগ্নাংশ যেন তোমার রূপে ছড়ায়।
তুমি কোনো গহীন অরণ্যের গোপন রহস্য নও,
তুমি ঝর্ণার ধারার মতো চঞ্চল বুনো বও।
তুমি শহরের কোণে এক ক্ষুদ্র জীবনের স্ফূর্তি,
তবু তোমার রূপে খুঁজে পাই অনাবিল এক মূর্তি।
আহা, এই ক্ষণিকের সৌন্দর্যে যে চিরন্তন সত্য,
তা-ই তো কালের সীমানা ছাড়িয়ে হয় নিত্য।












