রীণা পন্ডিত
আমি বাইশে শ্রাবণ আঁকি
গানে গানে সুরে সুরে গল্পে উপন্যাসে
কবিতার পাতায় পাতায় এক পরিপূর্ণ
অস্তিত্বের মহা অনুভব কবিগুরু তুমি ।
আমি বাইশে শ্রাবণ আঁকি
অঝোর ধারায় তোমাকে স্মরণ করি
অলিন্দে অলিন্দে ধমনীর স্রোতে ভেসে আসে
বুকভরা শ্রদ্ধায় নতজানু করে বারবার অনিবার ।
আমি বাইশে শ্রাবণ আঁকি
অমর স্রষ্টা তুমি গীতাঞ্জলির অনুবাদক
মহান নোবেল জয়ী সেরা বাঙালি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্যুতিময় ভোরের রবি।
আমি বাইশে শ্রাবণ আঁকি
শান্তিনিকেতনে রাখীবন্ধন উৎসবে
মিলনের ঘ্রাণ ঝরে পড়ে তোমার অভেদ ছন্দে
বিন্ধ্যহিমাচল এখনো প্রাণে জলধিতরঙ্গ সুরে-গানে ।