জাহাঙ্গীর আলম
বড্ড ঘসা লেগেছে সময়ের আয়নায়
দেওয়ালে গিরগিটি ঝাপসা আগলায়।
হেরে যায় কবিতা হেরে যায় আবেগ
চুরি যায় মানবতা তলানিতে বিবেক।
প্রতিবাদী ভাষা আজ সরে গেছে দূরে
বিপন্ন আমি তাই তুমি যাও সরে
একদিনের দিন নয় আছে বারো মাস
আসিবে সুদিন যখন তোমার সর্বনাশ।
আমি আমি করে কেন ভেঙে ফেলি একতা
মানুষের কল্যাণে ছড়িয়ে দাও সুখের বারতা।
ঘরে যদি ভাত থাকে আসে আসুক বর্ষা
অনিকেতই ঘর খোঁজে দাও তাকে ভরসা।
এসো সবে বিষবৃক্ষ উপড়ে ফেলি লাগাই বটের চারা
বাঁচবে মানুষ বাঁচবে ধরা হবে না আর দিকহারা
ফিরতো যদি মনীষী গণ হারিয়ে গেছে যারা
কল্পনায় থাক বাস্তবে নয় এ যে কলিযুগের ধারা ।